ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতি প্রেমিক: শিক্ষাবিদ শহিদুল ইসলাম

দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতি প্রেমিক: শিক্ষাবিদ শহিদুল ইসলাম

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫ | ২২:৪৫ | আপডেট: ০১ জুন ২০২৫ | ২২:৪৭

প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মার জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় শিক্ষাবিদ শহিদুল ইসলাম বলেন, দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতি প্রেমিক, তিনি জানতেন প্রাণ-প্রকৃতির জন্য হুমকি হচ্ছে পুঁজিবাদ।

শনিবার বিকালে ঢাকার সিদীপ মিলনায়তনে ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ এবং ‘শিক্ষালোক’-এর উদ্যোগে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণ-প্রকৃতির হুমকি বিষয়ে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লেখক সালেহা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক রিয়াজ মাহমুদ।

আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার সাবেক অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা, সমাজচিন্তক শাহজাহান ভুঁইয়া, দ্য ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক কবি ইমরান মাহফুজ, ইউল্যাবের শিক্ষক খান মো. রবিউল আলম এবং শিল্পী শিশির মল্লিক।

কবি ইমরান মাহফুজ বলেন, নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা এক নিঃসঙ্গ মানুষ যার সঙ্গে কেউ ছিল না, যিনি একা গাছ নিয়ে কাজ করেছেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ পত্রিকার সম্পাদক কবি ও লেখক আলমগীর খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক নাজনীন সাথী।

আরও পড়ুন

×