ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

আ.লীগের পথে হাঁটলে ইতিহাস ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

আ.লীগের পথে হাঁটলে ইতিহাস ক্ষমা করবে না: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৫ | ২০:০০

দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর আপনারা যারা কথা বলার সুযোগ পেয়েছেন, ভয়হীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তারা আওয়ামী লীগের পথে হাঁটবেন না। আওয়ামী লীগের পথে হাঁটলে, ইতিহাস কখনো ক্ষমা করবে না।’

আজ বুধবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘দ্য হিরো’স অব ঝিনাইদহ’ স্লোগানে এ অনুষ্ঠান আয়োজন করে ‘জুলাই যোদ্ধা পরিবার’।

বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি করে। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে, এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধুলিস্যাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারিত্বের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেটা পথ অন্ধকার। সেই পথে হারিয়ে যাবেন যেমন হারিয়ে গেছে আওয়ামী লীগের অজস্র নেতাকর্মী। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না, তারা করতো না।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা জঙ্গি নির্মুলে বদ্ধ পরিকর। তবে শেখ হাসিনার সাজানো জঙ্গি নাটকের জঙ্গিদের নিয়ে এখন পুনরায় ভাবার সময় এসেছে। আমার কাছে যখন জঙ্গিদের তালিকা উপস্থাপন করা হয়েছে, তখন বিভিন্ন সংস্থাকে প্রথম প্রশ্ন করেছি– কবে কারা তালিকা করেছে। তারা বলেছে ২০১৩-১৪ সালে করেছি। আমি বলেছি, এই তালিকা নতুন করে চেক করেন।’

ৎঅনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×