টাংগুয়ার হাওরে উচ্চস্বরে গান বাজানোতে নিষেধাজ্ঞা

ছবি: সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫ | ০৪:৪৪ | আপডেট: ১০ জুন ২০২৫ | ১১:৩৫
সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে পর্যটকবাহী সব হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান বাজানোতে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে ইউএনও তাহিরপুরের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, এ সংক্রান্ত বিষয়ে ব্যত্যয় ঘটলে হাওরে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ঈদের ছুটিতে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আগমনকে কেন্দ্র করে একশ্রেণির পর্যটক তাদের ভাড়ায়চালিত নৌকাতে ডাম্পসেট ব্যবহার করে উচ্চস্বরে গানবাজনা করছে। এর ফলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম সমকালকে বলেন, টাংগুয়ার হাওরে পর্যটকবাহী সব হাউজবোট ও লোকালবোটে উচ্চস্বরে গান বাজালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।