গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম নেটওয়ার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ২৩:৫৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ২৩:৫৪
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ। ‘টুরিজস, কালচার অ্যান্ড নেটওয়ার্কিং’ শিরোনামে পর্যটন ভবনে আনুষ্ঠানিকভাবে এ যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেলরূপে বিবেচিত বাংলাদেশের অব্যাহত বহুমাত্রিক উন্নয়ন এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ঠলক্ষ্যসমূহ বা এসডিজি অর্জনে পর্যটন ক্ষেত্রে সফলতা লাভ করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের রাষ্ট্রের মর্যাদা অর্জনের পথে রয়েছে। একইসঙ্গে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে হবে ইউএনডব্লিউটিও বলছে তার ৩টি এসডিজি সরাসরিভাবে পর্যটনের সঙ্গে যুক্ত। প্রকৃতপক্ষে দেশভেদে পর্যটন ১১ থেকে ১৩টি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই সংখ্যা ২৩টি, সঙ্গে রয়েছে আরও প্রায় ৫৫টি বিভাগ। অনুরূপভাবে দেশভেদ বিবেচনায় বাংলাদেশের ক্ষেত্রে ৬টি এসডিজি সরাসরিভাবে পর্যটনের সঙ্গে যুক্ত। পরোক্ষভাবে সংযুক্ত আরও ১১টি। সুতরাং আগামী দিনে পর্যটনক্ষেত্রে ব্যর্থতার অর্থ দাঁড়াবে এসডিজি বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে ব্যর্থতা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধান চ্যালেঞ্জ।
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সমীক্ষা পূর্বাভাস দিয়েছে তাতে আসন্ন সময়কালে ১২ থেকে ১৭টি দেশ পর্যটনে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তারমধ্যে বাংলাদেশ অন্যতম বলে উল্লেখ করা হয়েছে।
বর্তমান পৃথিবীতে যে কোনো দেশের জন্য পর্যটনকে বিবেচনা করা হয় অগ্রাধিকার খাতরূপে, কারণ পর্যটন একইসঙ্গে ১০৯টি খাত ১১০০ উপখাত এবং ব্যাপক কর্মসংস্থানেরই সৃষ্টি করে না এটি সামাজিক-অর্থনৈতিক জীবনে কল্যাণ ও শান্তি বয়ে আনে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম নেটওয়ার্ক বাংলাদেশ-জিএসটিএনবি'র চেয়ারম্যান এবং সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান, এম্বাসেডর ও সাবেক সচিব মাহবুব-উজ-জামান, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম, সাবেক সহকারী নৌবাহিনী প্রধান এম মাহবুব-উল-আলম, প্রতিষ্ঠানটির উপদেষ্টা এবং ইস্তাম্বুল মেয়রের বিদেশ বিষয়ক উপদেষ্টা এম্বাসেডর মুস্তফা উসমান তুরান, ঢাকাস্থ আলিয়স ফ্রসের পরিচালক ফ্রসোয়া গ্রোজে প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আবু সুফিয়ান।
- বিষয় :
- গ্লোবাল সাসটেইনেবল ট্যুরিজম