ট্রাম্পের নতুন পরিকল্পনা / ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, খরচ দেবে জোট
ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র পাঠাতে জোটটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এসব অস্ত্রের পুরো খরচ বহন করবে সামরিক জোটটি। অর্থাৎ ইউক্রেনে পাঠানো অস্ত্রের খরচ ন্যাটো সদস্য দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় রাশিয়া নিয়ে আগামী সোমবার গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দেবেন তিনি। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনএনের।
আপডেটঃ ১১ জুলাই ২০২৫ | ২১:১০