ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

পর্তুগাল ও স্পেনের ইতিহাসে সবচেয়ে গরম জুন মাস

পর্তুগাল ও স্পেনের ইতিহাসে সবচেয়ে গরম জুন মাস

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৯:১৪ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৯:৩৩

পর্তুগাল ও স্পেনের ইতিহাসের সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে সদ্যসমাপ্ত জুন মাসে। ওদিকে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে। 

স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেট বলেছে, ২০২৫ সালের জুন মাসের ‘তীব্র গরম’ নতুন রেকর্ড করেছে।

পর্তুগালের আবহাওয়া অফিস বলেছে, জুনে সেখানে সর্বোচ্চ ৪৬ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ফ্রান্সসহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সজুড়ে বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে।

অনেক দেশেই জরুরি চিকিৎসা পরিষেবা প্রস্তুত রাখা হয়েছে এবং জনসাধারণকে যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার থাকতে বলা হয়েছে।

সোমবার যুক্তরাজ্যের কিছু অংশে জুন মাসের ইতিহাসে সবচেয়ে উষ্ণতমের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×