শামসুদ্দোহা শুধু গাছেরটা খান না, তলারটাও কুড়ান
দুর্নীতিবাজের চেহারা আর থাকছে না লুকোছাপা। একের পর এক খুলে যাচ্ছে ‘মুখোশ’। সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সালের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন।
আপডেটঃ ৩০ জুন ২০২৪ | ২২:৩৪