ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

শিক্ষা ও পরীক্ষা / মাধ্যমিকের স্বাভাবিক ফল, অস্বাভাবিক ফেল

বছর বছর পাশের হার বৃদ্ধি পাওয়া কিংবা জিপিএ ৫ বাড়ানোর যে প্রতিযোগিতা আগে ছিল, এবার তা দেখা যায়নি। পাবলিক পরীক্ষার ফল সরকারের অর্জন হিসেবে দেখানোর প্রবণতার কারণে আগে শিক্ষকদের উদারভাবে খাতা দেখার একধরনের অলিখিত নির্দেশনা ছিল। এবার সেখানে পেশাদারিত্বের সঙ্গে মূল্যায়নের তাগিদ দেয় শিক্ষা প্রশাসন। যার কারণে পাশের হারে প্রভাব পড়েছে, জিপিএ ৫ হারও বাড়েনি। গত বছর যেখানে ৮৩ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছিল, এবার তা কমে হয়েছে ৬৮.৪৫ শতাংশ। জিপিএ ৫ গত বছর পেয়েছে ১ লাখ ৮২ হাজার শিক্ষার্থী, এবার ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী। ফল হিসেবে ধারাবাহিক উল্লম্ফন অস্বাভাবিক; হ্রাসবৃদ্ধিই স্বাভাবিক। এবার সেই স্বাভাবিক ফলই হয়তো আমরা দেখছি।

আপডেটঃ ১১ জুলাই ২০২৫ | ১৫:৩৮
মাধ্যমিকের স্বাভাবিক ফল, অস্বাভাবিক ফেল