ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকাস্থ আলফাডাঙ্গাবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস

ঢাকাস্থ আলফাডাঙ্গাবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১০:৩০

কেউ পুরনো বন্ধু। কেউ স্কুলের সহপাঠী। দীর্ঘদিন পর প্রিয় মুখগুলো কাছে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। স্মৃতি রোমন্থ, গল্প, আড্ডায় কেটে যায় পুরোদিন। এমনই ছিল শনিবার ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির বনভোজন ও মিলন মেলার চিত্র।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ঢাকায় বসবাসকারীদের সংগঠন ঢাকাস্থ আলফাডাঙ্গা যুব সমিতির এই মিলনমেলা বসেছিল আশুলিয়া-সাভার সড়কের প্রিয়াংকা স্যুটিং স্পটে। সমিতির সভাপতি গাজী জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন সাগর অনুষ্ঠানে আসা অতিথিদের স্বাগত জানান।

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলামসহ আলফাডাঙ্গার বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৬ শতাধিক মানুষ এতে অংশ নেন। দিনভর নানা আয়োজনের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা।

আরও পড়ুন

×