সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে ডা. জাফরুল্লাহর শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৪:২৯ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৪:২৯
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার এক শোক বার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সাহাবুদ্দীন আহমদ একামাত্র প্রেসিডেন্ট যিনি আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা রেখে গেছেন। তিনি ছিলেন সৎ, মানবিক ও মহৎ মনের অধিকারী সাহসী রাষ্ট্রপতি এবং বিচারপতি।’
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯২ বছর।