ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকারি কর্মচারীদের ৭ দাবি আদায়ে সব বিভাগীয় শহরে সমাবেশ

সরকারি কর্মচারীদের ৭ দাবি আদায়ে সব বিভাগীয় শহরে সমাবেশ

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৬:৫৭ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৬:৫৭

সরকারি কর্মচারীদের সাত দাবি আদায়ে দেশের আট বিভাগীয় শহরে সমাবেশ করবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আগামী ১ এপ্রিল চট্টগ্রামে, ৮ এপ্রিল সিলেটে, ৯ এপ্রিল ময়মনসিংহে, ১৫ এপ্রিল বরিশালে, ১৬ এপ্রিল খুলনায়, ১৩ মে রংপুরে বিভাগীয় সমাবেশ করা হবে। এর মধ্যে আগামী ২০ মের মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে ২৭ মে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক লুৎফর রহমান এবং লিখিত বক্তব্য পাঠ করেন মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী, সভা পরিচালনা করেন সমন্বয়ক নূরে আলম সিদ্দিকী রবিউল ও সমন্বয়ক জিয়াউল হক।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি, বাংলাদেশ সরকারী কর্মচারী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ, ১৭-২০ গ্রেড কর্মচারী সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতি, ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের সমন্বয়ক লুৎফর রহমান মহার্ঘ ভাতা প্রদান ও নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসনসহ সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন

×