বিচারের বাণী নিভৃতে কাঁদে- এমন অবস্থা চাই না : আইনমন্ত্রী

আইনমন্ত্রী বিভিন্ন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১৬টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেছেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ০৯:৪২ | আপডেট: ০২ জুলাই ২০২২ | ০৯:৩৮
বিচারকদের মর্যাদা রক্ষায় যা যা করা দরকার সরকার সবই করে দিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা যত দ্রুত সম্ভব মামলাজট কমিয়ে আনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বলেছিলেন, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমরা এমন অবস্থা চাই না। মানুষ যাতে ন্যায্য বিচার পায় এবং ন্যায্য বিচারটি যেন অতিদ্রুত পায়, সেই ব্যবস্থা চাই।
আজ বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১৬টি গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ আদালত, মুখ্য মহানগর হাকিম আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের ব্যবহারের জন্য ১৬টি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন আইনমন্ত্রী। ৭ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে গাড়িগুলো ক্রয় করা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, অতীতে অনেক জেলা জজ রিকশায় চড়ে আদালতে আসা-যাওয়া করতেন। বর্তমান সরকার এই অবস্থার পরিবর্তন এনেছে। বিচারকদের মর্যাদা রক্ষায় যেটা করা দরকার সেটা করে দিচ্ছে।
আদালত হচ্ছে মানুষের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থল যেন নিশ্চিত থাকে তেমনভাবে বিচারকদের কাজ করতে হবে। তিনি বলেন, ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’ এ কথাটি যেমন সত্য, তেমনি ‘জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড’ এ কথাটিও সত্য। সে কারণে এর একটি ব্যালান্স বা ভারসাম্য আনা খুব প্রয়োজন।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার, যুগ্ম সচিব উম্মে কুলসুমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইনমন্ত্রী আনিসুল হক
- বিচারক
- মামলাজট