ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ঢাবি শিক্ষক কার্জন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২ | ০৭:০৪ | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ | ০৭:০৪
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার শেখ হাফিজুর রহমান কার্জন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এদিন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন শিক্ষক কার্জন। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় কার্জনের জামিন মঞ্জুর করে আদালত।
গত বছর ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাফিজুর রহমান কার্জনের এক লেখায় 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' করার অভিযোগ উঠে। পরে তিনি লেখাটি মুছে ফেলে ক্ষমা চান। ওই ঘটনায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করেন।
- বিষয় :
- ঢাবি
- ঢাবি শিক্ষক
- ডিজিটাল নিরাপত্তা আইন