ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৩ মে ২০২২ | ০৮:০৩ | আপডেট: ২৩ মে ২০২২ | ০৮:১৮

সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ঘটনাটি ঘটে।

নিহতের নাম এবিএম তকি তানভীর (২২)। তিনি বগুড়া জেলার সদর থানার সুলতানগঞ্জ গোলার গাড়ি গ্রামের আলিউর রেজার ছেলে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানায়, দুপুরের দিকে তানভীর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের চারতলার করিডোর থেকে লাফ দেয়। এতে সে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থানীয় ক্যাম্পাসের প্রশাসন বিভাগের উপ-পরিচালক কাজী মো. দিলিব কবির বলেন, দুপুরে যখন ঘটনাটি ঘটে তখন আমাদের বাকি শিক্ষার্থীরা নিচ থেকে তাকে দেখে থামাতে যায়। তবুও সে চারতলার করিডোর থেকে ঝাঁপ দেয়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা।

আরও পড়ুন

×