ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়েছে দুদক

আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়েছে দুদক

ড. এম মোশারফ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৭:৫৬ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৮:০৬

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশ তার কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, জ্ঞাত আয়ের বাইরে তিনি নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।

দুদক আইন-২০০৪ ২৬(১) ধারা অনুযায়ী ড. মোশারফের নিজের, তার স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থার সম্পদ, দায়-দেনা ও সম্পদসমূহ অর্জনের বিস্তারিত বিবরণ নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করা হলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×