শাহজালালে আবারও বিমানের বোয়িং উড়োজাহাজে ধাক্কা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২২ | ১১:০৮ | আপডেট: ০৬ জুন ২০২২ | ১১:৩৭
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও উড়োজাহাজে ধাক্কার ঘটনা ঘটেছে। এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) ধাক্কা দিয়েছে। বিমানের ওই উড়োজাহাজটি বসিয়ে (গ্রাউন্ডেড) রাখা হয়েছে।
গত শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সে সময় বিমানের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বে এরিয়াতে অপেক্ষমাণ ছিল। তখন ইউএস–বাংলার একটি জিএসই ডলি-ট্রলি (মালামাল নেওয়ার গাড়ি) বিমানের বোয়িং-৭৩৭ কে ধাক্কা দেয়। এ ঘটনায় বিমান তদন্ত করছে বলে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোস্তফা কামাল সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজে ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইউএস-বাংলার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিমান জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ওই উড়োজাহাজ মেরামত করার বিষয়ে বোয়িং কোম্পানির অনুমতি চাওয়া হয়েছে। এ ক্ষতির জন্য যে টাকা প্রয়োজন হবে, তা ইউএস–বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ বহন করবে।
এর আগে গত ১০ এপ্রিল দুপুরে বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানের দুটি উড়োজাহাজের ধাক্কা লাগে। হ্যাঙ্গার থেকে একটি বোয়িং-৭৩৭ বের করার সময় সেখানে থাকা আরেকটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজকে ধাক্কা দেয়। এ সময় দুটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় অসতর্কতার প্রমাণ পাওয়ায় বিমানের মুখ্য প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করে বিমান।