ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

ব্যারিস্টার নাজমুল হুদা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২২ | ০৬:৫২ | আপডেট: ০৭ জুন ২০২২ | ০৬:৫২

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাল্টা মামলা বাতিল চেয়ে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতেও বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

এর আগে ৬ জুন মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করার অভিযোগে দুদকের পাল্টা মামলা বাতিল চেয়ে আবেদন করেন নাজমুল হুদা।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তিনি বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এস কে সিনহা। পরে মামলাটি তদন্তের জন্য দুদকে যায়।

তদন্ত শেষে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার ওই মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়। এরপর নাজমুল হুদার বিরুদ্ধেই মিথ্য মামলা দায়ের করার অভিযোগে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা করে দুদক। চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৯ নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর ওই মামলা বাতিল এবং মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করনে নাজমুল হুদা।

আরও পড়ুন

×