ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো উচিত: দোরাইস্বামী

স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো উচিত: দোরাইস্বামী

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৯:২৮ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৯:২৮

ভারত ও বাংলাদেশের স্থলবন্দরের সক্ষমতা বাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বন্দর দিয়ে বাণিজ্য ও যাত্রী পারাপারে দুই দেশেরই সমস্যা আছে। এটা হতাশার বিষয়। দুই দেশের স্থলবন্দরের মধ্যে যে খালি জায়গা আছে, সেখানে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে অসুস্থ মানুষকেও রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট করে হেঁটে বন্দর পার হতে হয়। এটার মানে হয় না। এসব নিয়মনীতি ও পদ্ধতি আরও সহজ করা প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের সুবিধা আরও বাড়ানো উচিত।

স্থলবন্দরে যাত্রীদের ভোগান্তি নিয়ে অনুষ্ঠানে কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি অনেক দেশের স্থলবন্দর দিয়ে যাতায়াত করেছি। সেখানে অনেক সহজে যাতায়াত করা যায়, কিন্তু আমাদের এখানে মানুষের কষ্ট হয়। বিশেষ করে মহিলা, শিশু ও অসুস্থ রোগীদের অনেক কষ্ট হয়।’

এ ছাড়া বন্দর দিয়ে পণ্য আমদানিতে ব্যবসায়ীরা সমস্যায় পড়েন বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, স্থলবন্দরগুলো দিয়ে পণ্য আমদানিতে অনেক সময় বিলম্ব হয়। এ কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। আর শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়েন ভোক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ ও নৌপরিবহনসচিব মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর।

আরও পড়ুন

×