ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কার্গো বিমানটি রাতে শাহজালালে অবতরণের কথা ছিল

কার্গো বিমানটি রাতে শাহজালালে অবতরণের কথা ছিল

ছবি: রয়টার্স

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২ | ০৬:১০ | আপডেট: ১৭ জুলাই ২০২২ | ০৬:১১

সার্বিয়া থেকে বাংলাদেশে আসতে গিয়ে গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানটি রোববার রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। আর সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সও নেওয়া ছিল। 

রোববার বিকেলে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, আজ রাত ১২টায় আন্তোনোভ অ্যান-১২ কার্গো বিমানটি আসার কথা ছিল।  তবে বিমানটিতে কি ধরনের সরঞ্জাম ছিল তা বিমানবন্দর কর্তৃপক্ষের জানার কথা না। 

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর জন্য প্রশিক্ষণ মর্টার শেল আনা হচ্ছিল। সেখানে কোনো অস্ত্র ছিল না।

এর আগে রোববার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সার্বিয়া থেকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি বড় কার্গো বিমান বাংলাদেশে যাওয়ার পথে গ্রিসে বিধ্বস্ত হয়। বিমানটি ১১ দশমিক ৫ টন সামরিক পণ্য পরিবহন করছিল। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা।

আরও পড়ুন

×