প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি, আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ০৯:৩৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১০:১৮
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এ চার্জশিট গ্রহণ করেন।
অপর সাত আসামি হলেন- ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতি তারিকুল ইসলাম মুমিন, ফরহাদ হোসেন ওরফে মোরশেদ আলম, ফাতেমা খাতুন, নাজিম উদ্দিন, মো. রুবেল, এয়ার কমডোর (অব.) এম আবদুস সামাদ আজাদ ও রবিউল আউয়াল।
নথি জালিয়াতির অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে ২০২০ সালের ৫ মে রাজধানীর তেজগাঁও থানায় তরিকুল, ফাতেমা ও ফরহাদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ১৮ মে শাহজাহানসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দেন দুদকের পরিচালক ফরিদ উদ্দিন।