ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা

দণ্ডপ্রাপ্ত চার আসামিকে জামিন দেননি হাইকোর্ট

দণ্ডপ্রাপ্ত চার আসামিকে জামিন দেননি হাইকোর্ট

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২২ | ১০:১৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১০:২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা করে তাঁকে হত্যাচেষ্টার মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ চার আসামিকে জামিন দেননি হাইকোর্ট। তবে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। 

মঙ্গলবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিন নাকচ হওয়া অন্য তিন আসামি হলেন মো. ইয়াছিন আলী, তোফাজ্জল হোসেন ও মাহফুজুর রহমান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিন সড়কযোগে ঢাকায় ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে এ ঘটনায় করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনের সর্বোচ্চ ১০ বছর করে এবং বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সাতক্ষীরার আদালত। পরে দণ্ডপ্রাপ্ত চার আসামি গত ৩০ মে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

আরও পড়ুন

×