মানুষ বিচারের আশায় আদালতে কত দিন ঘুরবে, প্রশ্ন প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ১০:২৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ১০:২৩
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, অনেক মামলা আছে, যেটা ৪০ বছর পর্যন্ত পেন্ডিং (বিচারাধীন)। মানুষ বিচারের আশায় আদালতে কত দিন ঘুরবে? এভাবে ঘুরতে ঘুরতে যদি একসময় মানুষ বিচারের ওপর অনাস্থা প্রকাশ করে বলে এই দেশে বিচার নাই, তাহলে এটাকে কি অন্যায় বলা হবে?
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইনজীবীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। ঢাকাস্থ খুলনা বিভাগীয় আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মামলাজট নিরসনের তাগিদ দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, নানা কারণে বর্তমানে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা বেড়েছে। আমাদের সচেতনতা, কর্মনিষ্ঠায় মামলাজট কমে। হাজার হাজার বিচারপ্রার্থী ন্যায়বিচার পেয়ে দ্রুত বাড়ি ফিরতে পারেন।
হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, বেঞ্চ গঠন করতে অনেক কিছু মনে রাখতে হয়। এখনও কজলিস্টে (কার্যতালিকা) আশির দশকের, নব্বই দশকের মামলা তালিকায় আসে। এরপর ২০০০ সালের পর থেকে পর্যায়ক্রমে মামলা তালিকায় আসে। এজন্য বেঞ্চ গঠন করতে গিয়ে যে লোক বিচার পেতে বছর বছর আদালতের বারান্দায় ঘুরছেন তাদের কীভাবে বাড়ি ফেরানো যায়, সেটি মনে রাখতে হয়।
মামলা নিষ্পত্তির হার বাড়াতে আরও বিচারক নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, আশা করি কিছু দিনের ভেতরে নতুন বিচারক পাব।
আয়োজক সংগঠনের সভাপতি মো. এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি কেএম হাফিজুল আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশা প্রমুখ।