ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'নিরাপদ সড়ক চাই' ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু

'নিরাপদ সড়ক চাই' ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু

নিসচা'র কেন্দ্রীয় কার্যালয়ে ঢাবি কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন - সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৯:১১ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০৯:৩১

নিরাপদ সড়ক চাই (নিসচা) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যাত্রা শুরু হয়েছে।

সোমবার নিসচা'র কেন্দ্রীয় কার্যালয়ে ঢাবির ২০১৮-১৯ সেশনের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের রিফাত জাহান শাওনকে আহ্বায়ক এবং আইন বিভাগের এনামুল হককে সদস্যসচিব করে ২০২২-২৩ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাদেক হোসেন বাবুল।

ইলিয়াস কাঞ্চন নিসচা'র সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়াকে অনবদ্য একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, ঢাবি নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সর্বক্ষণ কাজ করে যাবে।

কমিটির আহ্বায়ক রিফাত জাহান শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ে দ্রুত নিসচা'র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পাশাপাশি ঢাবির সব হলেই কমিটি ঘোষণার পরিকল্পনা রয়েছে।

সদস্য সচিব এনামুল হক বলেন, বিদ্যমান আইনের কাঠামোর মধ্যে থেকে জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ঢাবি কমিটি কাজ করে যাবে।

আরও পড়ুন

×