তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পেই ৮ ঘণ্টা অবস্থান

সাদা কাগজে 'সঠিক পরিমাণে তেল চাই' লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন ইশতিয়াক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৯:৫৫ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ১০:৩৫
বাইকে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে একটি পেট্রোল পাম্পে ৮ ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানিয়েছেন মো. ইশতিয়াক নামে এক ব্যাংক কর্মকর্তা।
সোমবার সকালে দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে বাইকের জন্য ৫০০ টাকার অকটেন কেনেন ইশতিয়াক। এসময় তাকে সঠিক পরিমাণে তেল দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় সকাল ১০ থেকে সাদা কাগজে 'সঠিক পরিমাণে তেল চাই' লিখে ওই পাম্পের সামনে অবস্থান নেন ইশতিয়াক। সন্ধ্যা ৭ টা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।এর মধ্যে দারুসালাম থানা পুলিশের একটি দল সেখানে আসে। এ সময় পাম্প কর্তৃপক্ষ ওই ব্যাংক কর্মকর্তার কাছে ক্ষমা চায়। পুলিশের পক্ষ থেকে তাকে ভোক্তা অধিকারে অভিযোগ জানাতে বলা হয়।
ইশতিয়াক সোমবার সন্ধ্যায় সমকালকে জানান, তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে সেখান থেকে ভোক্তা অধিকারের কয়েকটি নম্বর দেওয়া হয়। সেগুলোতে ফোন করলেও রিসিভ হয়নি। তাই সরাসরি ভোক্তা অধিকারে অভিযোগ করতে পারেননি। পরে বিকালে ভোক্তা অধিকার থেকে ফোন করে অভিযোগ নেওয়া হয়। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, তার বাসা শ্যামলীর আদাবরে। সেখান থেকে সকাল ১০টার দিকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে ৫০০ টাকার অকটেন নেন। সামনে মিটার থাকলেও পাম্পের কর্মচারী আকাশ তাকে পিছনে আসতে বলেন। এতে তিনি আড়ালে পড়ে যান। এরপর তেলের ট্যাংক চেক করলে বুঝতে পারেন যে, তাকে তেল কম দেওয়া হয়েছে।
ইশতিয়াক জানান, পাম্প কর্তৃপক্ষেকে বিষয়টি জানালেও তারা তাতে কর্ণপাত করেনি। এরপর সকাল ১১টা থেকে ঘটনার প্রতিবাদে পাম্পে অবস্থান নেন তিনি।
এ বিষয়ে সোহরাব সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, পাম্পের পুরোনো এক কর্মচারী এই ঘটনা ঘটিয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয় হচ্ছে।
এ বিষয়ে ওই পাম্পে জ্বালানি তেল সরবরাহকারী যমুনা অয়েলের ব্যবস্থপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারীকে ফোন দেওয়া হলে কোনো সাড়া মেলেনি।