ডিএসসিসির চুরি হওয়া ময়লার ট্রাকের ইঞ্জিন উদ্ধার

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২ | ১১:১৬ | আপডেট: ১৮ আগস্ট ২০২২ | ১১:১৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চুরি হওয়া ১০ চাকার ডাম্প ট্রাকটির ইঞ্জিনসহ কিছু অংশ খুঁজে পাওয়া গেছে। চুরির পাঁচ দিন পর বুধবার রাতে মেঘনা সেতুর আগে একটি স্টিল মিল থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
গত ১২ আগস্ট ঢাকার মাতুয়াইলে দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় ময়লার ভাগাড় থেকে ট্রাকটি চুরি হয়। গাড়িটি ১৫ টন বর্জ্য বহন করতে পারত। বাজারমূল্য ছিল ৮০ থেকে ৯০ লাখ টাকা।
দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা পুলিশ গাড়ির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। ইঞ্জিন আর গাড়ির মূল বডির চার ভাগের এক ভাগ খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এখনও কাজ হচ্ছে। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এর বেশি তাদের জানানো হয়নি।
এদিকে, গাড়ির চালক ও মামলার ১ নম্বর আসামি পলাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন বলেও জানান ওই কর্মকর্তা।