গ্যাটকো দুর্নীতি মামলা
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছালো

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ০৪:৫৯ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ | ০৪:৫৯
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি ফের পিছিয়েছে। আগামী ১৬ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন বুধবার এ দিন ঠিক করেন।
এর আগে খালেদা জিয়া হাসপাতালে থাকায় এবং চার্জ শুনানির জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় সময় বাড়ানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে শুনানির নতুন তারিখ ঠিক করেন আদালত।
এদিন অসুস্থ খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এর আগে গত ১৭ জুলাই দুদকের পক্ষে প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল চার্জ শুনানি করেন।২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।