আরও অর্থ পাচারকারীর নাম আসবে : প্রধানমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ পাচারকারী এমন অনেকের তথ্য আছে—সেটা আপনারা লিখবেন কি না সন্দেহ। আমি সোজা কথা বলি, অনেক স্বনামধন্যের তথ্য আমার কাছে আছে। দুর্নীতি দমন কমিশন আর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামনে তাদের নাম আসবে, তবে আপনারা ছাপাবেন কিনা আমি সেটা দেখব।
ভারত সফর নিয়ে আজ বুধবার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যের পর প্রধানমন্ত্রী সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, অর্থ পাচারকারীর তথ্য নেওয়া হচ্ছে। সরকার সুইস ব্যাংকে বহু আগে ডিমান্ড পাঠিয়েছিল, তালিকা চেয়েছিল। কিন্তু তালিকা আসেনি। সবাই হাওয়ায় কথা বলে যায়, কিন্তু কেউ সঠিক তথ্য দিয়ে বলে না। মানি লন্ডারিং বন্ধে সরকার যথেষ্ট উদ্যোগ নিচ্ছে। ডলার সংকট বাংলাদেশের একার নয়, বিশ্বব্যাপী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা স্যাংশন দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে।
প্রধানমন্ত্রী বলেন, তার পরও বলব, করোনার সময় কোনো খরচ না থাকায় দেশের রিজার্ভ বেড়েছে। এরপর আমদানি শুরু হলে কিছু কমেছে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ যেখান থেকে ঋণ নেয় সব সময় ঠিক সময় শোধ করে। বাংলাদেশ কোনো দিন ঋণখেলাপি হয়নি। এই ঋণ শোধ করতে গিয়েও রিজার্ভে একটু টান পড়ে।