ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৮ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০১:৪১

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তি করা হবে। 

এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, বি ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, সি ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ডি ১৪ হাজার ৯৭৭ জন, ই ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, এফ ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, জি ইউনিটে ১২ হাজার ৬৪২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ২৯৩ জন এবং আই ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

আগামী ১ নভেম্বর এফ এবং জি, ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ, ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

আরও পড়ুন

×