কৃষক হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায়

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০১:৫১
কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষক হানিফ খামারুজ হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী ও ভাতিজাসহ চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-ভেড়ামারা উপজেলার আড়কান্দি গ্রামের লরু কসাই ওরফে জাকির প্রামাণিকের ছেলে মো. শ্যামল প্রামাণিক (৪০), মৃত. বাদশা আলী মণ্ডলের ছেলে আসমত আলী মণ্ডল (৪৩), নিহতের ভাতিজা মৃত. মিরাজ উদ্দিন খামারুজের ছেলে মুকুল হোসেন(৩৮) এবং নিহতের দ্বিতীয় স্ত্রী দোলেনা বেগম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ এপ্রিল রাতে কে বা কারা কৃষক হানিফ খামারুজকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মাঠের মধ্যে লাশ ফেলে যায়। সংবাদ পেয়ে ১১ এপ্রিল সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ভেড়ামারা থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে আমিনুল ইসলাম আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১৫ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ শুনানি করে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করেন। মামলাটি পর্যবেক্ষণ মন্তব্যে বিজ্ঞ আদালত বলেন, সম্পত্তিকে কেন্দ্র করে ও পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
মামলটির বিবাদী পক্ষের কৌঁসুলি ছিলেন অ্যাডভোকেট আবু জাফর সিদ্দিক ও আয়েশা সিদ্দিক।
- বিষয় :
- কৃষক হত্যা
- মৃত্যুদণ্ড
- আদালত
- কুষ্টিয়া