৯০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০০
আগামী বোরো মৌসুম উপলক্ষে ৯০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এসব সার সংগ্রহ করবে। এ জন্য ব্যয় হবে ৫৯৯ কোটি টাকা। বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটিসহ ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠকে গণপূর্ত অধিদপ্তরের রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের আসাদ অ্যাভিনিউতে অবস্থিত গৃহায়ণ কনকচাপার কম্পাউন্ডে তিনটি ১৪ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের কেনাকাটার অনুমোদন দেওয়া হয়েছে। দ্য ইঞ্জিনিয়ারস অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেডের মাধ্যমে ১৪৪ কোটি টাকায় ভবন তিনটি তৈরি করা হবে। এ ছাড়া সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের ই-জিপি সিস্টেমের উন্নয়ন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে দেশের দোহাটেক মিডিয়া এবং ভারতের জিএসএস ইনফোটেক লিমিটেডকে ৫১ কোটি টাকায় পরামর্শক নিয়োগ করা হচ্ছে।
- বিষয় :
- বিসিআইসি
- ইউরিয়া সার
- সরকার