ইঁদুরের কারণে বছরে ৭ লাখ টন ফসলের ক্ষতি: কৃষি সচিব

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২ | ১০:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ১০:০০
তিনি বলেন, এক জোড়া ইঁদুর থেকে বছরে প্রায় তিন হাজার ইঁদুরের জন্ম হতে পারে। ফসলের প্রায় ৬০ ধরণের রোগের প্রত্যক্ষ ও পরোক্ষ রোগের কারণ এ প্রাণী।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে 'জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরনী' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব এসব কথা বলেন।তিনি আরও বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সামনে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের মত পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের খাদ্যে উৎপাদনশীলতা বাড়াতে হবে। যাতে উদ্বৃত্ত খাদ্য দিয়ে আমরা সারা বিশ্বের পাশে দাঁড়াতে পারি।