জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ‘ধূলিকণার মরীচিকা’

মাহবুব হোসেন ওরফে ধূলিকণার মরীচিকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০৯:৪৬
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মাহবুব হোসেন ওরফে ধূলিকণার মরীচিকা ওরফে একাকী কুহেলিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার কুষ্টিয়ায় এ অভিযান চালানো হয়। তিনি ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, তিনটি উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
তিনি জানান, তারা ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত। এর মাধ্যমে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার পরিকল্পনা করে আসছিল। সেইসঙ্গে তারা উগ্রবাদী বই ও কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আগ্রহীদের উগ্রবাদের দিকে আহ্বান করত।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।