ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ইডেন কলেজ ছাত্রলীগ

রিভা-রাজিয়াসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়েছে

রিভা-রাজিয়াসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়েছে

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২ | ১০:৪৪ | আপডেট: ২৪ অক্টোবর ২০২২ | ১০:৪৪

হত্যাচেষ্টার অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ন কবীর ১৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

এদিন মামলার ধার্য দিনে লালবাগ থানার পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন এ দিন ধার্য করা হয়। গত ২৮ সেপ্টেম্বর আদালতে মামলাটি করেন ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।

মামলায় অপর আসামিরা হলেন- নুঝহাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নুরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

আরও পড়ুন

×