কুবিতে গাজা সেবনকালে ধরা দুই ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ১৩:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ | ১৩:১৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গাজা সেবনকালে ছাত্রলীগের দুই নেতাসহ তিন শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে হল প্রশাসন।
তারা হলেন- বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জসীম উদ্দিন বিজয়, পরিসংখ্যান বিভাগের ১১তম ব্যাচের সজীব কুমার কর ও পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের খলীলুর রহমান শিবলু। এদের মধ্যে বিজয় কুবি শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক এবং সজীব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বুধবার রাত ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৬ নম্বর কক্ষ থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করে হল প্রশাসন। পরে ওই কক্ষটি সিলগালা করে তাদের হল থেকে বের করে দেওয়া হয়।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন বলেন, ‘আমরা মাদক সেবনরত অবস্থায় তিনজনকে হলের ৫০৬ নম্বর কক্ষে গাজা সেবনরত অবস্থায় পেয়েছি। তাদের কাছে গাজা, হাতুড়ি এবং মাদকদ্রব্য পেয়েছি। প্রক্টরিয়াল বডির কাছে উদ্ধারকৃত দ্রব্য হস্তান্তর করেছি এবং কক্ষটি সিলগালা করে দিয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা জব্দকৃত মাল পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে কোনো ছাত্রকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জেনেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এখনই বসবো। শাখা ছাত্রলীগ কোনো দায়ভার নেবে না।’