ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অভিজাত এলাকায় আইসের 'পার্সেল সার্ভিস' দিত চন্দন

অভিজাত এলাকায় আইসের 'পার্সেল সার্ভিস' দিত চন্দন

গ্রেপ্তার চন্দন রায়। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ১৩:১২ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ১৩:১২

ঢাকার অভিজাত এলাকায় উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইসের 'পার্সেল সার্ভিস' দিয়ে আসছিল এ কারবারের অন্যতম হোতা চন্দন রায়। 

মঙ্গলবার ওয়ারীর হাটখোলা রোড থেকে ৫০০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এর আগে গত বছরের নভেম্বরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে জামিনে বেরিয়ে সে আবারও জড়ায় মাদক কারবারে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে বুধবার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় ডিএনসির ঢাকা দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল বলেন, গত মাসে বনানী-বারিধারা-গুলশান এলাকায় অভিযান চালিয়ে আইসসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের প্রধান চন্দনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ডিগ্রি পাস করে একটি কেমিক্যাল কোম্পানিতে চাকরি করত। তখনই সে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। পরে চাকরি ছেড়ে লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিক সামগ্রী আনা শুরু করে। করোনার সময় মালয়েশিয়ায় থাকা এক আত্মীয় ও নোয়াখালীর এক ব্যক্তির মাধ্যমে সে মাদক কারবারে জড়ায়। অভিজাত এলাকার তরুণ-তরুণীদের বাসায় পার্সেল সার্ভিস দেওয়ার পাশাপাশি সে বিভিন্ন পার্টিতেও আইস সরবরাহ করত।

আরও পড়ুন

×