ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

জমকালো আয়োজনে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের বর্ষপূর্তি উদযাপন

জমকালো আয়োজনে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের বর্ষপূর্তি উদযাপন

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটছেন অতিথিরা। ছবি: সমকাল

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০২:০১ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০২:১০

বর্ণাঢ্য আয়োজনে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ।

অনুষ্ঠানের শুরু হয় স্কুলটির ভারতীয় অধ্যক্ষ বিরাজ কিশোর ভরদ্বাজের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। এ সময় তিনি স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্যদের দর্শন ও লক্ষ্য তুলে ধরেন। অধ্যক্ষের বক্তব্যের পরপরই প্রদর্শিত হয় একটি ভিডিও- যেখানে তুলে ধরা হয় স্কুলের পাঠ্যক্রম, অনুষদ, শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা এবং সিলেটের জৈন্তপুর উপজেলার শ্রীপুরে অবস্থিত অপূর্ব এ বিদ্যালয় প্রাঙ্গণ। 

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: সমকাল

এরপর শুরু হয় আলোচনা সভা। এতে স্কুলটির পরিচালনা কমিটির সদস্য ও হা-মীম গ্রুপের এমডি এ. কে. আজাদ বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী মালেশিয়া-ভারতের স্কুলে পড়তে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে বিদেশমুখী না হয় এজন্য আন্তর্জাতিক মানের এ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও ওপেক্স গ্রুপের এমডি এ. আর. সিনহা বলেন, আগামীতে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষ জনশক্তি দরকার। এই প্রতিষ্ঠানটি সেই দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে  শিক্ষার্থীদের পরিবেশনা। ছবি: সমকাল

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, প্যারাগন গ্রুপের এমডি মশিউর রহমান, নিট এশিয়ার এমডি মতিন চৌধুরী, শারমিন গ্রুপের এমডি ইসমাইল হুসাইন, মাহিন গ্রুপ অব কোম্পানিজের এমডি আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

আরও পড়ুন

×