নভেম্বরে সড়কে নিহত ৫৫৪ জন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ | ০০:৫৪
নভেম্বরে সারাদেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৫৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৪৭ জন। নিহতের মধ্যে ৭৮ জন নারী, শিশু ৭১ জন। ১৯৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন, যা মোট প্রাণহানির ৪১ দশমিক ৩৩ শতাংশ। গত মাসে ১২৩ জন পথচারী নিহত হয়েছেন দুর্ঘটনায়।
গত মাসে তিনটি নৌ-দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুইজন নিখোঁজ রয়েছেন। আটটি রেল দুর্ঘটনায় আরও ১১ জন নিহত হয়েছেন। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ দশমিক ৪৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। ৪৪ দশমিক ৪৯ শতাংশ দুর্ঘটনা ঘটেছে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। মহাসড়কে চলাচল নিষিদ্ধ ১২২টি যানবাহনের সম্পৃক্ততা রয়েছে দুর্ঘটনায়। গত মাসে রাজধানী ঢাকায় ১৮টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২২ জন। ১০টি কারণ চিহ্নিত করে দুর্ঘটনা রোধে ১০ দফা সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।