ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সরকারি স্কুলে ভর্তিতে লটারির নতুন তারিখ ১২ ডিসেম্বর

সরকারি স্কুলে ভর্তিতে লটারির নতুন তারিখ ১২ ডিসেম্বর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ | ২৩:৫৩

দেশের সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তিতে লটারির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ লটারি। তবে বেসরকারি স্কুলের লটারি আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল। মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা এক অফিস আদেশে গত সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি আগামী ১২ ডিসেম্বর (দুপুর ২টা) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মহানগরী ও জেলা সদরের সদর ও উপজেলা পর্যায়) আগামী ১৩ ডিসেম্বর (বিকেল ৩টা) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয় লটারির মাধ্যমে। গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১৬ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১১০ টাকা পরিশোধ করতে হবে। সারাদেশে ২ হাজার ৯৬১ বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। সরকারি ৪০৫ স্কুলে আসন ৮০ হাজার ৯১টি।

আরও পড়ুন

×