নির্ধারিত সময়ে ভূমির নামজারি না হওয়ায় ব্যাখ্যা চাইল ভূমি মন্ত্রণালয়

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ০৯:০১ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ০৯:০১
নির্ধারিত ২৮ দিনের মধ্যে ভূমির নামজারির আবেদন নিষ্পন্ন করা হচ্ছে না। সারাদেশের বিভিন্ন জেলা থেকে এই তথ্য এসেছে ভূমি মন্ত্রণালয়ে। নির্ধারিত সময়ে নামজারি না হওয়ার ব্যাখ্যা চেয়ে এরই মধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।
জানা যায়, অনেক ক্ষেত্রে আবেদনকারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই আবেদন বাতিল করা হচ্ছে। নামজারির আবেদনে কোনো ভুল-ত্রুটি থাকলে সেবাগ্রহীতাকে সংশোধনের সুযোগ না দিয়ে তা বাতিল করা যাবে না। এ লক্ষে এরই মধ্যে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
সূত্র জানায়, যেসব উপজেলা কিংবা সার্কেল ভূমি অফিসে নামজারিতে ২৮ দিনের বেশি সময় লাগছে সেখানকার দায়িত্বরত অ্যাসিল্যান্ডদের কাছ থেকে ব্যাখ্যা সংগ্রহ করে আগামী গত ৭ ডিসেম্বর থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তা ভূমি মন্ত্রণালয়ে পাঠাবেন সংশ্লিষ্ট ডিসিরা।
ব্যাখ্যা পাওয়ার পর (সাধারণ আবেদনে) নিয়ম অনুযায়ী ২৮ দিনের মধ্যে ই-নামজারি নিশ্চিত করার জন্য প্রযোজ্য যে ব্যবস্থা গ্রহণ করা সমীচীন হবে তা গ্রহণ করবে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে নামজারি কার্যক্রমে ওয়ারিশ সনদ ‘প্রত্যয়ন সিস্টেম’ থেকে গ্রহণের ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রত্যয়ন সিস্টেমের সঙ্গে নামজারি সিস্টেমের আন্ত:সংযোগ সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত ব্যক্তির মৃত্যুর পর ইস্যুকৃত ওয়ারিশ সনদের মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়েও পরিপত্রটিতে বলা হয়।
এছাড়া অধিগ্রহণ কার্যক্রম চলাকালীন স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইনের ৪ ধারায় নোটিশ জারির পর প্রযোজ্য ক্ষেত্রে নামজারি করার ব্যাপারেও নির্দেশ জারি করা হয় পরিপত্রে। ৪ ধারা নোটিশ জারির পূর্বে সম্পাদিত দলিলের ভিত্তিতে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পরিবর্তিত হলে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার স্বার্থে নামজারি করা যাবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে পরিপত্রটিতে।
- বিষয় :
- ভূমি মন্ত্রণালয়
- ভূমির নামজারি
- ডিসি