ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

রন সিকদার ও তার পরিবারের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

রন সিকদার ও তার পরিবারের অর্থপাচারের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৮:৪২

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ, সিআইডি ও দুদককে আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। পাশাপাশি অর্থপাচারের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তাদের পরিবারের সদস্যদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী চৌধুরী হাসান মুহাম্মদ আবদুল্লাহ।
রিট আবেদনকারীর আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে- সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যালেন্স সীমার চেয়ে ১১৬ কোটি টাকা ব্যয় করেছেন।

আরও পড়ুন

×