এ্যানীসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন আবেদন ফের নাকচ

আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৮:২৬ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ | ০৮:২৬
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীসহ ৩৮ নেতাকর্মীর জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন সোমবার এ আদেশ দেন।
আসামিদের পক্ষে জামিন আবেদনে বলা হয়, হয়রানি করার জন্য এ মিথ্যা মামলায় তাঁদের আসামি করা হয়েছে।এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ দাবি করে, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় জামিনের আবেদন খারিজ করা উচিত। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন বিচারক।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন আরও অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল উদ্ধারের দাবি করে পুলিশ। এ ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন থানায় মামলা করা হয়।
এদিকে অভিযানকালে নয়াপল্টন এলাকা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নয়াপল্টন থেকে গ্রেপ্তার ৪৫০ জনের মধ্যে রিজভী, এ্যানীসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়। অপর ১৪ আসামির দুই দিনের রিমান্ড এবং বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত।