ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মমিনুল হক সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ

মমিনুল হক সাঈদকে কাউন্সিলর পদ থেকে অপসারণ

এ কে এম মমিনুল হক সাঈদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:৫১ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ১৩:৩৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদশে জারি করা হয়েছে।

এ কে এম মমিনুল হক সাঈদ ঢাকা দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর তার নাম আলোচনায় আসে।

জানা যায়, মমিনুল হক সাঈদ একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মতিঝিল এলাকায় গাড়ির চোরাই তেলের ব্যবসা করতেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর সাঈদও ডিগবাজি দেন। 'তেল সাঈদ' হিসেবে পরিচিত সাঈদ হয়ে ওঠেন যুবলীগ নেতা। মতিঝিল এলাকায় গড়ে তোলেন নিজস্ব ক্যাডার বাহিনী। নিয়ন্ত্রণে নেন পুরো মতিঝিল এলাকা।

ওয়ান্ডারার্স ক্লাবসহ কয়েকটি ক্লাবে ক্যাসিনো জুয়ার অন্যতম হোতা সাঈদ ক্যাসিনোবিরোধী অভিযানের আগে থেকেই বিদেশে অবস্থান করছিলেন। চলমান অভিযানের কারণে তিনি দেশে ফিরছেন না বলে জানা গেছে। বর্তমানে তিনি অবস্থান করছেন সিঙ্গাপুরে।

আরও পড়ুন

×