ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত সচিব

পদোন্নতি পেলেন দুই অতিরিক্ত সচিব

আশরাফ উদ্দিন ও ওয়াহিদা আক্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ০৪:০৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ০৪:০৯

সচিব পদে পদোন্নতি পেয়েছেন সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনকে সচিব পদোন্নতি দিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএটিসির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তারকে পদোন্নতি দিয়ে মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আরও পড়ুন

×