ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

বঙ্গবন্ধু পরিষদের লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২ | ২০:৪৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ২২:১১

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষ্যে দলটির সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সব নেতা-কর্মী ও সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটি দীর্ঘ সাত দশকেরও বেশি সময় তাঁর আদর্শকে বুকে ধারণ করে পথ চলেছে। দেশের সবচাইতে পুরনো ও সর্ববৃহৎ এই দলটির কোটি কোটি নেতা-কর্মী বঙ্গবন্ধুর দেখানো পথে দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশকে এনেছে এবং শত বাধা, নির্যাতন ও ষড়যন্ত্র সত্ত্বেও একে পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলছে। 

বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরেও এই দলটির সংগ্রামের কারণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সরকার গঠন করে বাংলাদেশকে আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন এবং আর্থ-সামাজিক ব্যাপক ক্ষেত্রে অন্য দেশগুলোর জন্য এক ঈর্ষণীয় ও অনুকরণীয় সাফল্য অর্জন করেছেন।

সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করে তাঁরা আশা প্রকাশ করেন যে, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশে উন্নয়নের এই ধারা আগামী দিনগুলোতেও প্রবলভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×