ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা মুখ্য সচিবের

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা মুখ্য সচিবের

নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। ছবি- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৭:৩০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৭:৩০

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো দলের সভাপতির দায়িত্ব পান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। এ প্রস্তাব সমর্থন করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার।

আরও পড়ুন

×