ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাস

আপিল বিভাগে প্রবেশে লাগবে ডিজিটাল পাস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ | ০৮:৫০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৩ | ০৮:৫১

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশের ক্ষেত্রে বিচারপ্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে। বুধবার প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোন বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচারপ্রার্থীকে সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাবটপ বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল পাস সংগ্রহ করতে পারবে। উক্ত প্রবেশ পাস ডিজিটাল অথবা প্রিন্ট কপি ব্যবহার করে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করতে পারবেন। এ আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আরও পড়ুন

×