ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ড. আব্দুল খালেক ও সুভাষ সিংহ রায়কে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

ড. আব্দুল খালেক ও সুভাষ সিংহ রায়কে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

বঙ্গবন্ধু পরিষদের লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩ | ১৫:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ১৬:০৫

অধ্যাপক ড. আব্দুল খালেক এবং রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানানো হয়।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ আজ বুধবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করে। এতে ফোকলোর গবেষণায় ড. আব্দুল খালেককে এবং বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়কে মনোনীত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা বলেন, পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি, দেশের অন্যতম শিক্ষাবিদ ও গবেষক, প্রখ্যাত লোকসাহিত্য বিশেষজ্ঞ, আমাদের সবার শ্রদ্ধেয় অধ্যাপক ড. আব্দুল খালেক এবং বঙ্গবন্ধু পরিষদের প্রাণপুরুষ ও সদ্য সাবেক সভাপতি ডা. এস এ মালেকের অত্যন্ত স্নেহধন্য, চরম দুর্দিনের সহযোদ্ধা, এক সময় সারা দেশে পরিষদের বার্তা বক্তৃতার মাধ্যমে ছড়িয়ে দেয়ার ব্রতে নিয়োজিত বঙ্গবন্ধু গবেষক, তরুণ বুদ্ধিজীবী সুভাষ সিংহ রায়।

ড. আব্দুল খালেক ও সুভাষ সিংহ রায়সহ এবারের বাংলা একাডেমি পুরস্কারের তালিকায় থাকা সাহিত্যিকদের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

আরও পড়ুন

×