ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে

সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৯:৪১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ | ০৯:৪১

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাকে বীণাপাণি বলা হয়।

সরস্বতীর কৃপালাভের আশায় তাই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে পূজা হচ্ছে। পূজামণ্ডপগুলো দেবী সরস্বতীর বন্দনায় ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদে সরস্বতী দেবীর যে উল্লেখ আছে, সেখানে তিনি নদী স্বরূপা। পুরাণে সরস্বতী দেবীর বিস্তৃত বর্ণনা আছে। তিনি বিদ্যা, সংগীত, নাট্যকলা, চিত্রকলা, ভাস্কর্যসহ সব সৃজনশীল বা সুকুমার শিল্প এবং জ্ঞান ও বিজ্ঞানের দেবী। 

মহল্লায় মহল্লায় পূজামণ্ডপে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেওয়া হচ্ছে। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হচ্ছে অনেক জায়গায়। এ ছাড়া দিনব্যাপী প্রসাদ বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রী হল, ইডেন কলেজ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজ, ঢাকা মেডিকেল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যাদেবীর পূজা হচ্ছে। এ ছাড়া ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণেও প্রতিবারের মতো উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

আরও পড়ুন

×