ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'আদর্শ'কে স্টল না দেওয়া নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর

গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৬:৫১ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭:০০

একুশে বইমেলায় 'আদর্শ' প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এবারের একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা 'আদর্শ'কে স্টল বরাদ্দ দেয়নি বাংলা একাডেমি। এ নিয়ে প্রশ্ন করলে ভেদান্ত প্যাটেল বলেন, মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের মতো গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, যা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করতে অবদান রাখে।

অধিকারকর্মী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের পক্ষে জনসম্মুখে বলতে যুক্তরাষ্ট্র কখনোই দ্বিধা করবে না। গণতন্ত্র ও মানবাধিকার হচ্ছে পুরো বিশ্বে শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার ভিত্তি। এ মূল্যবোধগুলো একে অপরের ওপর নির্ভরশীল।

বাংলাদেশ সরকার কর্তৃক ২০০ ওয়েবসাইট  বন্ধ করা নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ মুখপাত্র বলেন, যে কোনো ধরনের সেন্সরশিপ বা তথ্য প্রবাহে বাধা এলে তা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ হবে।

আরও পড়ুন

×