জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাচে-গানে বসন্ত বরণ

জবিতে বসন্ত উৎসবের একটি মুহূর্ত - সমকাল
জবি প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫৩ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫৩
শীতের রুক্ষতা পেরিয়ে ধরায় এসেছে ফাগুন। বসন্তের আগমনে প্রকৃতিতে ফুটেছে নানা ফুল। গাছে গাছে গান গাইছে কোকিল। প্রকৃতিও সেজেছে নানা রঙে। আর তাই রঙ-বেরংয়ের সাজসজ্জায় নাচ-গান, কবিতা, মঞ্চ নাটকসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিভিন্ন বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বসন্ত উৎসব।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন প্রাঙ্গণে বাংলা বিভাগ, মুক্ত মঞ্চে সংগীত বিভাগ, শান্ত চত্বরে নাট্যকলা বিভাগ, কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির উদ্যোগে ‘বসন্তোৎসব ১৪২৯’ অনুষ্ঠিত হয়।
বসন্ত বরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নানামুখী আয়োজন দেখা যায়। স্ব-স্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন বসন্তকে।
উচ্ছ্বাস প্রকাশ করে প্রথম বর্ষের শিক্ষার্থী তমা রানী বলেন, ফাগুন যেন আমাদের কাছে ভালোবাসা নামিয়ে নিয়ে এসেছে। ফাগুনে প্রকৃতিতে যেমন রঙ আসে ঠিক, তেমনি আমাদের মাঝে আসে নতুনত্ব ও শুভ্রতা।
বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মিল্টন বিশ্বাস বলেন, প্রতিবছর বাংলা বিভাগ বিশেষ আয়োজনে বসন্তকে বরণ করে। করোনার মধ্যেও এই ঐতিহ্য রক্ষা করা হয়েছে অনলাইনে আয়োজনের মাধ্যমে। এবারের আয়োজনে গ্রাম বাংলার গান, নৃত্য, সামাজিক নাটক মঞ্চায়ন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, প্রকৃতির এই সাজসজ্জা জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে। অসাম্প্রদায়িক দেশ গড়তে বাঙালি সংস্কৃতিচর্চায় আরও বেশি গুরত্ব দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ঐতিহ্য ও বাঙালির আদি উৎসব চর্চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এ ধরনের উৎসবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল হবে। ধর্ম-জাতি নির্বিশেষে উৎসবমুখর হবে বাংলাদেশ।
অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, প্রক্টরসহ বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বসন্ত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- ঋতুরাজ বসন্ত